Posts

টেলিটক দিচ্ছে ২৫ জিবি ইন্টারনেট, ১৯৮ টাকা, মেয়াদ ১০ দিন

Image
ইন্টারনেটের জগতে সেরা অফার দিতে, টেলিটক নিয়ে এলো দারুন অফার! এখন টেলিটকে মাত্র ১৯৮ টাকায় পাওয়া যাবে ২৫ জিবি ইন্টারনেট, মেয়াদ ১০ দিন। সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দিতে, টেলিটক সব সময় গ্রাহকদের পাশেই আছে। তথ্যাবলীঃ -অফারটি পেতে মেসেজ অপশনে গিয়ে প্রিপেইড গ্রাহক টাইপ করুন E198 এবং পোস্টপেইড গ্রাহক টাইপ করুন F06 এবং SMS পাঠিয়ে দিন ১১১ নম্বরে (চার্জ ফ্রি)। -প্রিপেইড গ্রাহক ১৯৮ টাকা রিচার্জের মাধ্যমেও প্যাকেজটি সাবস্ক্রাইব করতে পারবেন । -এই অফারটি MyTeletalk App থেকেও গ্রহণ করা যাবে । -মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা ব্যবহার যোগ্য নয় । -মেয়াদ শেষ হওয়ার পূর্বে একই অফার যদি পুনরায় গ্রহণ করেন সেক্ষেত্রে অফারের মেয়াদ উত্তীর্ণের সর্বোচ্চ সময়সীমা বিবেচনা করা হবে। -অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে। -অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ অন্তর্ভূক্ত।

টেলিটক কম্বো প্যাকেজ - Smile 50

Image
অল্প খরচে সবার মুখে হাসি ফোটাতে টেলিটক নিয়ে এলো সেরা কম্বো প্যাকেজ। মাত্র ৫০ টাকা রিচার্জ করে পেয়ে যাবেন ৫০০ এমবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস ও ৫৫ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন। তো আর দেরি কেন আজই মাত্র ৫০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করুন। Image from: TeleTalk শর্তাবলীঃ -সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক অফারটি পেতে ডায়াল করুন *১১১*১০২#। -অফারটি উপভোগ করতে প্রিপেইড গ্রাহক মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন C2 এবং পোস্টপেইড গ্রাহক টাইপ করুন PF2 এবং পাঠিয়ে দিন ১১১ নম্বরে (চার্জ ফ্রি)। -৫০ টাকা রিচার্জের মাধ্যমেও প্রিপেইড গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন। -মিনিট এবং এসএমএস যেকোন লোকাল নম্বরে ব্যবহার করা যাবে। -অব্যবহৃত মিনিট, এসএমএস ও ইন্টারনেট পুনরায় ব্যবহার যোগ্য নয়। -মেয়াদ শেষ হওয়ার পূর্বে একই অফার যদি পুনরায় গ্রহণ করেন সেক্ষেত্রে অফারের মেয়াদ উত্তীর্ণের সর্বোচ্চ সময়সীমা বিবেচনা করা হবে। -মেয়াদ উত্তীর্ণের পরে গ্রাহক যদি অন্য কোন প্যাকেজ ক্রয় না করে থাকেন, সেক্ষেত্রে বিদ্যমান প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে। -অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তর্ভুক্ত। -অফারটি পরবর্তী ঘোষণা ...