টেলিটক কম্বো প্যাকেজ - Smile 50

অল্প খরচে সবার মুখে হাসি ফোটাতে টেলিটক নিয়ে এলো সেরা কম্বো প্যাকেজ। মাত্র ৫০ টাকা রিচার্জ করে পেয়ে যাবেন ৫০০ এমবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস ও ৫৫ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন। তো আর দেরি কেন আজই মাত্র ৫০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করুন।

Teletalk combo offer
Image from: TeleTalk



শর্তাবলীঃ
-সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক অফারটি পেতে ডায়াল করুন *১১১*১০২#।
-অফারটি উপভোগ করতে প্রিপেইড গ্রাহক মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন C2 এবং পোস্টপেইড গ্রাহক টাইপ করুন PF2 এবং পাঠিয়ে দিন ১১১ নম্বরে (চার্জ ফ্রি)।
-৫০ টাকা রিচার্জের মাধ্যমেও প্রিপেইড গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন।
-মিনিট এবং এসএমএস যেকোন লোকাল নম্বরে ব্যবহার করা যাবে।
-অব্যবহৃত মিনিট, এসএমএস ও ইন্টারনেট পুনরায় ব্যবহার যোগ্য নয়।
-মেয়াদ শেষ হওয়ার পূর্বে একই অফার যদি পুনরায় গ্রহণ করেন সেক্ষেত্রে অফারের মেয়াদ উত্তীর্ণের সর্বোচ্চ সময়সীমা বিবেচনা করা হবে।
-মেয়াদ উত্তীর্ণের পরে গ্রাহক যদি অন্য কোন প্যাকেজ ক্রয় না করে থাকেন, সেক্ষেত্রে বিদ্যমান প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে।
-অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তর্ভুক্ত।
-অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।


Source: Teletalk

Comments